ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

কোটা বহাল দাবিতে চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৩, ৬ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৬:১০, ৬ অক্টোবর ২০১৮

আজ চতুর্থ দিনের মতো সরকারি সব চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ ভাগ কোটাসহ সব ধরনের কোটা বহালের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে মুক্তিযোদ্ধার সন্তানরা।

দুপুর আড়াইটার দিকে শাহবাগে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। এতে শাহবাগ মোড় হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় বিক্ষোভকারীরা কোটা পুনর্বহালের দাবিতে স্লোগান দেয়। আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে।

এর আগে বুধবার মন্ত্রিসভার বৈঠকে সরকারি চাকরিতে নিয়োগে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দিয়ে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উপলক্ষে শুক্রবার দিবাগত রাত একটা থেকে আজ বেলা তিনটা পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়।

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি