ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

কোভিড আক্রান্ত প্রার্থী সরে দাঁড়ালেন নির্বাচন থেকে

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৭, ২৭ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৬:০৯, ২৭ জানুয়ারি ২০২২

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. নুরুল হুদা এবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ছিলেন। নির্বাচনী প্রচারণায় নেমে তিনি কোভিড পজিটিভ হয়েছেন।

বৃহস্পতিবার সকালে ১১টায় তিনি বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার রাতে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে উপযুক্ত প্রার্থীকে নির্বাচিত করতে ইউনিয়নবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

নুরুল হুদা বলেন, ‘আমি ও আমার বড় ছেলে নুরুল করিম জুয়েল করোনায় আক্রান্ত। চিকিৎসকের পরামর্শে ২ ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। বিষয়টি নির্বাচন কমিশনে জানালেও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। তাই আগামি ৭ ফেব্রুয়ারির নির্বাচন থেকে বাধ্য হয়ে সরে দাঁড়ালাম।’

গত ১৭ জানুয়ারি নির্বাচনী প্রচারণা শেষে অসুস্থ বোধ করায় তিনি করোনা পরীক্ষা করালে ফলাফল পজিটিভ আসে। তার প্রতীক ছিল টেলিফোন।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি