ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

কোর ব্যাংকিং সিস্টেম সফলতায় ব্র্যাক ব্যাংক কর্মকর্তাদের স্বীকৃতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৬, ২৩ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ফিনাকেল কোর ব্যাংকিং এবং ট্রেজারি ম্যানেজমেন্ট সিস্টেমের সফল বাস্তবায়নে অসামান্য অবদান রাখার জন্য ব্র্যাক ব্যাংক লিমিটেড এর কর্মকর্তা ও পার্টনারদের সম্মাননা জানিয়েছে।

১৩ সেপ্টেম্বর, ২০১৮ ঢাকায় এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন স্বীকৃতি প্রাপ্তদের মধ্যে ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করেন।

ইনফোসিস, বিবিএসএসএল এবং থাকরালের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ব্র্যাক ব্যাংক সম্প্রতি গ্রাহকদের আনন্দময় ব্যাংকিং অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে কোর ব্যাকিং সিস্টেম আপগ্রেড করেছে, যার মাধ্যমে গ্রাহকরা আরও উন্নত সার্ভিস পাবেন। দেশের সেরা ব্যাংক হওয়ার লক্ষ্য অর্জনে ব্র্যাক ব্যাংক প্রযুক্তি খাতে অনেক প্রকল্প গ্রহণ করেছে।

এসি  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি