ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

ক্যাডেটদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

প্রকাশিত : ১৮:১৩, ২ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:১৩, ২ মার্চ ২০১৭

সমুদ্রে মৎস্য সম্পদ আহরণ, সংরক্ষণ, বাজারজাতকরণ এবং জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশ দূষণ রোধে ক্যাডেটদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক। চট্টগ্রামে মেরিন ফিশারিজ একাডেমির ৩৫তম ব্যাচের গ্রাজুয়েশন প্যারেড অনুষ্ঠানে এই আহ্বান জানান মন্ত্রী। এবার একাডেমির নটিক্যাল বিভাগের ৪০ জন, মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩৮ জন ও মেরিন ফিশারিজ বিভাগের ২০ জন ক্যাডেট গ্র্যাজুয়েশন লাভ করেছেন। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা পদক তুলে দেন মন্ত্রী।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি