ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

ক্লাসে ফিরলেন ফুলপরী

ইবি প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৭, ১৩ মার্চ ২০২৩

ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ক্লাসে ফুলপরী খাতুন

ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ক্লাসে ফুলপরী খাতুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রলীগ নেত্রী কর্তৃক নির্যাতনের শিকার হওয়া ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফুলপরী খাতুন ক্লাসে ফিরেছেন।

সোমবার (১৩ মার্চ) সকাল ৯টায় ব্যবসায় অনুষদ ভবনের চতুর্থ তলায় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে প্রথম ক্লাস করেন নির্যাতিতা ওই শিক্ষার্থী। 

নিরাপত্তা নিশ্চিত করতে সকালে ফুলপরীকে শ্রেণি কক্ষে দিয়ে আসেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলিনা নাসরীন। এর আগে হাইকোর্টের নির্দেশ মত পছন্দ অনুসারে গতকাল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে উঠেন ফুলপরী।

ক্লাস শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফুলপরী বলেন, “অনেক দিন পর আজকে ক্লাসে এসে অনেক ভালো লাগছে। ক্লাসে শিক্ষক, সহপাঠীরা আমার সঙ্গে ভালো ব্যবহার করছেন। আমাকে অনেক সহযোগিতাও করেছেন। সব মিলিয়ে আমি এখন নিজেকে নিরাপদ মনে করছি।”

সহপাঠী তাসনিয়া ফেরদৌস শেফা বলেন, ফুলপরী যে অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে তা সত্যি দুঃখজনক। সে তার নির্যাতনের কথা প্রকাশ করেছে তা অবশ্যই একটি ভালো দিক। এর কারণে হয়তো পরবর্তীতে আমরা আর এমন কোনো সমস্যার সম্মুখীন হবো না। সার্বিকভাবে পড়াশোনার ব্যাপারে আমরা সহপাঠীরা তাকে সাহায্য করবো। যেন সে তার ক্ষতি পুষিয়ে উঠতে পারে।

এ বিষয়ে বিভাগের অধ্যাপক ড. বখতিয়ার হাসান বলেন, ফুলপরী সুস্থভাবে ও সুন্দরভাবে যেন তার শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারে সে ক্ষেত্রে শিক্ষকরা সর্বোচ্চ সহযোগিতা করবে। ক্লাসে সকল শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছি এবং বুঝিয়ে বলেছি যাতে ফুলপরীকে তারা সদরে গ্রহণ করে এবং তাকে সহযোগিতা করে। এ বিষয়ে শিক্ষকরাও যথেষ্ট আন্তরিক।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি