ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় মার্কিন সাইবার হামলা ব্যর্থ হয়েছে: ইরান

প্রকাশিত : ১৯:১৭, ২৪ জুন ২০১৯

ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় আমেরিকার চালানো সাইবার হামলা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে ইরান। মার্কিন হামলায় ইরানি ক্ষেপণাস্ত্রের নিয়ন্ত্রণ ব্যবস্থায় কোনো বিঘ্ন ঘটেনি বলে জানায় তারা। (খবর, রেডিও তেহরান)

ইরানের যোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ আজারি জাহরোমি সোমবার এক টুইটার বার্তায় বলেছেন, “গণমাধ্যম জিজ্ঞেস করছে সাইবার হামলা হয়েছে কিনা। তারা কঠোর প্রচেষ্টা চালিয়েছে, তবে তারা এখনো কোনো সফল হামলা চালাতে পারেনি।

গত বৃহস্পতিবার মার্কিন গণমাধ্যম দাবি করেছে, ইরানের রকেট ও ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণকারী কম্পিউটার ব্যবস্থার ওপর আমেরিকা হামলা চালিয়েছে। ইরানের হরমুজগান প্রদেশের আকাশ থেকে আমেরিকার একটি আরকিউ-৪এ গ্লোবাল হক ড্রোন ভূপাতিত করার পরপরই আমেরিকা সাইবার হামলার কথা ঘোষণা করে। তথ্য সংগ্রহের সময় ইরান তার নিজস্ব প্রযু্ক্তিক্তে তৈরি ক্ষেপণাস্ত্র খোরদাদ-৩ দিয়ে ভূপাতিত করে।

জাহরোমি বলেন, দীর্ঘদিন ধরে ইরান মার্কিন সাইবার হামলা শিকার। এর মধ্যে শুধু গতবছরই আমেরিকা তিন কোটি ৩০ লাখ দফা হামলা চালায় তবে তা ব্যর্থ করে দিয়েছে ইরানি বিশেষজ্ঞরা।

এনএম/আরকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি