ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন

প্রকাশিত : ১৮:০৬, ২৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:০৬, ২৪ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমাকে গ্রেফতারের প্রতিবাদে খাগড়াছড়ির পানছড়িতে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। অবরোধের কারণে সোমবার সকালে খাগড়াছড়ি-পানছড়ি সড়কে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। বিক্ষিপ্তভাবে পিকেটিং করে অবরোধকারীরা। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রোববার পানছড়ির মোহাম্মদপুর থেকে বিপুল চাকমাকে গ্রেফতার করা হয়। ইউপিডিএফ জানিয়েছে, পাহাড়িদের গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করতে ষড়যন্ত্রমূলকভাবে তাকে গ্রেফতার করা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি