ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

খাগড়াছড়িতে ১০টি মামলার আসামি মিঠুন চাকমা গ্রেফতার

প্রকাশিত : ২০:১০, ১২ জুলাই ২০১৬ | আপডেট: ২০:১০, ১২ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

খাগড়াছড়িতে প্রধানমন্ত্রীর সমাবেশে বাধাদান, গাড়ীতে অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা দেয়াসহ ১০টি মামলার আসামি মিঠুন চাকমাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে জেলা সদরের অপর্ণা চৌধুরী পাড়ার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। আটক মিঠুন চাকমা আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফের সংগঠক। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। ২০১৩সালের নভেম্বরে খাগড়াছড়িতে প্রধানমন্ত্রীর সমাবেশে লোকজনকে আসতে বাধা দেয়া, অগ্নিসংযোগ, বিষ্ফোরণ ঘটনায় সরাসরি জড়িত। ১০ মামলাতেই তার গ্রেফতারী পরোয়ানার কথা জানান পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি