ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মানুষ পানির অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন

প্রকাশিত : ১১:১২, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১১:১২, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

শুকনো মৌসুমে পাহাড়ি এলাকায় পানির স্তর নিচে নেমে যাওয়ায় নলকূপগুলো থেকে উঠছে না প্রয়োজনীয় পানি। অন্যদিকে, পাথর ও শিলার স্তরের কারণে নলকূপ বসানোও কষ্টকর হয়ে পড়েছে। ফলে, পানির অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মানুষ। হেলাধুলা পাড়া একটি দুর্গম এলাকা। দেড়শ’রও বেশি পরিবারের বসবাস এখানে। এসব পরিবার নির্ভরশীল পানির প্রাকৃতিক উৎসের ওপর। বিশটি পরিবারের জন্য একটি করে টিউবওয়েল বসানোর কথা থাকলেও এখানে রয়েছে মাত্র দুটি টিউবওয়েল। আবার সেগুলো থেকেও ঠিকমতো পানি পাওয়া যায়না। ঐ এলাকায় ৫টি রিংওয়েল স্থাপন করা হলেও তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। শুধু হেলাধুলা পাড়া নয়, নতুন পাড়া, জোর মরম, বামা গোমতিসহ আরো অনেক গ্রামেরই প্রায় একই চিত্র। এসব দুর্গম এলাকার মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে দ্রুত উদ্যোগ নেবে স্থানীয় প্রশাসন; এমনটাই মনে করেন এলাকাবাসী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি