
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়না জারিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে মহাসচিব পদ পাওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন ধরে খালেদা জিয়া গণতন্ত্রকে টিকিয়ে রাখতে সংগ্রাম করছেন। অবৈধ তত্ত্বাবধায়ক সরকারের সময়ে নতি স্বীকার করেননি- তার বিরুদ্ধে এমন পরোয়ানা হাস্যকর।ইউননিয়ন পরিষদ নির্বাচন নিয়ে তিনি অভিযোগ করেন সরকার এই নির্বাচন দিয়ে নৈরাজ্য ও সন্ত্রাস প্রতিষ্ঠা করেছে। সংবাদ সম্মেলনের আগে মির্জা ফখরুলকে ফুলেল শুভেচ্ছা জানান দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।