ঢাকা, রবিবার   ১৯ অক্টোবর ২০২৫

খুলনা জেলা কারাগারে দুই গ্রুপে সংঘর্ষ

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ১১:২২, ১৯ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুলনা জেলা কারাগারে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই গ্রুপের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। 

শনিবার সন্ধ্যায় এ ঘটনার পর খুলনা জেলা কারাঅভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

জানা গেছে, গ্রেনেড বাবুর সেকেন্ড ইন কমান্ড কালা তুহিন ও পলাশ গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। সংঘর্ষ থামাতে কারারাক্ষিরা লাঠিচার্জ করেন। 

খুলনা জেলা কারাগারের সুপার মোঃ নাসির উদ্দিন প্রধান জানান, শনিবার নতুন জেলা কারাগার মাঠে ক্রিকেট খেলা ছিল। আমাদের কারারক্ষিদের একটি অংশ সেখানে চলে যায়। বিকাল পৌনে ৫টার দিকে কয়েদী ও হাজতিরা কারাঅভ্যন্তরে হাঁটাহাটি করেন। এসময় কারারক্ষি কম থাকার সুযোগ একগ্রুপ অন্যগ্রুপের উপর ঝাপিয়ে পড়ে। ঘটনার সাথে সাথে কারাগারের ঘন্টা বাজানো হয়। আমরাও খেলা ছেড়ে চলে আসি। 

কারারক্ষিরা লাঠিচার্জ করে ছাত্রভঙ্গ করে হাজতি কয়েদীদের সেলে ভরে দেয়। বর্তমানে কারাগারে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে বলে জানান তিনি।

জেল সুপার আরও জানান, যারা মারামারি করেছে তারা অধিকাংশই যৌথবাহিনীর হাতে গ্রেফতার হয়ে কারাগারে এসেছে। এরা সন্ত্রাসী মামলার আসামি। এদেরকে ভিন্ন ভিন্ন কারাগারে স্থানান্তর করা হবে বলেও জানান জেল সুপার।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি