ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫

খুলনা সাব-রেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা হামলা

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ১০:০১, ১৩ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

খুলনা সদর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সেরেস্তায় পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

বুধবার দিবাগত রাত তিনটার দিকে দুটি প্লাস্টিক বোতলে পেট্রোল দিয়ে সংঘটিত এ নাশকতার ঘটনায় কয়েকটি চেয়ার টেবিল পুড়ে গেছে। 

ঘটনার পর পরই টুটপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনস্থল পরিদর্শন করেছে।

ঘটনার বর্ণনা দিয়ে সাব-রেজিস্ট্রি অফিসের নিরাপত্তা প্রহরী ওয়াহিদুর রহমান নান্নু জানান, পেট্রোল বোমা হামলায় দলিল লেখকদের শেরেস্তায় আগুন লেগে চেয়ার টেবিল পুড়ে গেছে। দ্রুত ফায়ার সার্ভিস এসে আগুন না নেভালে বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল। 

এ সময় তিনি হামলায় ব্যবহৃত দুটি বোতল দেখিয়ে বলেন, হামলাকারীরা সাব রেজিস্ট্রি  অফিসের পেছনের গ্রিলের ভেতর থেকে পেট্রোল বোমা দুটি নিক্ষেপ করে পালিয়ে যায়।

খুলনা সদর থানার ওসি তদন্ত আব্দুল হাই জানান, নাশকতার ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি