ঢাকা, রবিবার   ১৯ অক্টোবর ২০২৫

খুলনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩০, ১৮ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

খুলনার খালিশপুরের গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে আমেনা খাতুন (৭) ও মোমিতা খাতুন (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।  শনিবার (১৮ অক্টোবর) দুপুরের দিকে খালিশপুর থানার গোয়ালখালী এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত শিশু আমেনা খাতুন খালিশপুর এলাকার নয়াবাটি টুটুলের মোড় এলাকার পলাশ বেপারীর মেয়ে এবং শিশু মোমিতা খাতুন একই এলাকার আজিজুলের মেয়ে। উভয় শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবারও বেলা সাড়ে ১২টার দিকে তারা বাড়ির পাশের গোয়ালখালীর জাহাজের মোড় সংলগ্ন একটি বালির পুকুরে গোসল করতে যায়। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা পুকুরে এক শিশুর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন এবং কিছুক্ষণ পর সিঁড়ির খাদ থেকে অপর শিশুটির দেহ উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় দুই শিশুকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, আইনগত প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি