ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

খুলে দেয়া হলো মগবাজার-মৌচার ফ্লাইওভারের একাংশ, কমবে যানজট

প্রকাশিত : ১৫:৩২, ১৫ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৩২, ১৫ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

যান চলাচলের জন্য খুলে দেয়া হলো মগবাজার-মৌচার ফ্লাইওভারের একাংশ। ইস্কাটন থেকে মগবাজার ওয়্যারলেস অংশে ১ কিলোমিটার উড়াল সড়কের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী। পরে মন্ত্রী বলেন, ফ্লাইওভারের এ অংশটি খুলে দেয়ায় যানজট কিছুটা কমবে। আর র্দীঘ দিনের ভোগান্তি দূর হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে এলাকাবাসী। ২০১৩ সালের ফেব্র“য়ারিতে শুরু হয় আট কিলোমিটারের মগবাজার-মৌচাক ফ্লাইওভারের কাজ। এর আগে গত মার্চে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর খুলে দেয়া হয় মগবাজার থেকে সাতরাস্তা অংশটি। আজ বৃহস্পতিবার উদ্বোধন করা হলো ইস্কাটন থেকে মগবাজার ওয়ারল্যাস অংশটি। উদ্বোধনের পর স্থানীয় সরকার মন্ত্রী জানান, উড়াল সড়কটি পুরোপুরি নির্মিত হলে যানজট অনেকটাই কমে যাবে। এ প্রকল্পের বাকি ৪০ শতাংশ কাজ জুন নাগাদ শেষ হবে বলে জানিয়েছেন প্রধান প্রকৌশলী। দীর্ঘ প্রতিক্ষিত উড়াল সড়কের এই অংশটি খুলে দেয়ায় খুশি এলাকার মানুষ। সেইসঙ্গে উড়াল সড়কের নিচের রাস্তা সংস্কারেরও দাবী জানান তারা। ১ হাজার ২শ ১৯ কোটি টাকা ব্যয়ে উড়ালসড়কটির নির্মাণ কাজ দ্রুত শেষ হওয়ার অপেক্ষায় নগরবাসী।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি