ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

খেলার ছলে অনলাইনে বাচ্চাদের শেখাচ্ছে জুনিয়র ক্যামব্রিয়ান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৩, ৪ মার্চ ২০২৪

নিত্য নতুন প্রযুক্তি এবং ইন্টারনেট সুবিধার কারণে শ্রেণিকক্ষের বিকল্প হিসেবে অনলাইনে পড়াশুনা বিশ্বব্যাপী শিক্ষার্থীদের জন্য হয়ে উঠছে একটি আশীর্বাদ। নানান ধরণের দক্ষতা ভিত্তিক বিভিন্ন কোর্সসহ ক্লাসরুমের সকল পড়াশুনা এখন অনলাইনেই শেষ করা সম্ভব। এই বিষয়টি মাথায় রেখে প্রি-প্রাইমারি বাচ্চাদের জন্য ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ নিয়ে এলো জুনিয়র ক্যামব্রিয়ান।
 
মানুষ এক সময় লেখাপড়া কিংবা হিসাব লিখে রাখার জন্য ব্যবহার করতো গাছের পাতা কিংবা পশুর চামড়া। সময়ের পরিবর্তনে আসে খাতা-কলমসহ নানা কিছু।  প্রযুক্তির ছোঁয়ায় পরিবর্তন এসেছে সকল সেক্টরে, উদ্ভাবন অথবা পরিমার্জন করে সবকিছু বদলে যাচ্ছে সময়ের প্রয়োজনে। তথ্য ও প্রযুক্তির এই যুগে শিক্ষা ও প্রযুক্তির সংমিশ্রণ আমাদের শিক্ষার উপায়কেও প্রতিনিয়ত পরিবর্তন করে চলছে। 

জুনিয়র ক্যামব্রিয়ান হলো প্রি-প্রাইমারি শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন ভিত্তিক পূর্ণাঙ্গ স্কুল। তাদের মূল উদ্দেশ্য প্রি-প্রাইমারি লেভেলের শিক্ষার্থীদের জন্য পড়াশুনাকে আনন্দদায়ক করে তোলা। জুনিয়র ক্যামব্রিয়ান প্রি-প্রাইমারি লেভেলের শিক্ষার্থীদের জন্য একটি উদ্ভাবনী অনন্য ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসাবে আবির্ভূত হবে বলে মনে করছেন অনেক অভিভাবক। 

জুনিয়র ক্যামব্রিয়ানের প্রধান স্লোগান হল- খেলবো, শিখবো এবং গড়বো। যার মাধ্যমে তারা বোঝাতে চেয়েছেন যে ছোট সোনামণিরাই খেলার ছলে শিখবে এবং পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়ে তুলবে। এই প্লাটফর্মটির ভিশন ও মিশন হল এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে একজন শিশু যেকোনো সময় যেকোনো জায়গা থেকে শিক্ষা গ্রহণ ও শিক্ষা বিষয়ক দিক নির্দেশনা পেতে পারে।

জুনিয়র ক্যামব্রিয়ানের প্রতিটি লেসন শেষে রয়েছে ড্রাগ অ্যান্ডড্রপ, ব্রেইন গেমস, ইন্টিলিজেন্ট অ্যাক্টিভিটি যেগুলো ছোট সোনামণিদের শেখার আগ্রহ বৃদ্ধি করতে পারে এবং খেলার ছলে নতুন নতুন বিষয় শিখে নিতে পারে। 

জুনিয়র ক্যামব্রিয়ানের প্রতিটি লেসনকে সাজিয়ে তোলা হয়েছে ছোট্ট শিক্ষার্থীদের সহজে বোধগম্য এনিমেশন করে। প্রতিটি লেসনেই রয়েছে ভিডিও, অডিওবুক, ইবুক, পিকচার কুইজ, ড্রাগ অ্যান্ড ড্রপ, ব্রেইন গেমস, ইন্টিলিজেন্ট অ্যাক্টিভিটি ইত্যাদি। এখানে আরও আছে কোরআন পড়ি নামের একটি কোরআন তিলাওয়াত শিক্ষার কোর্স। ১০৪ টি ভিডিও ও ১০৩ টি পিডিএফ এর মাধ্যমে সাজানো এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসে সহীহ শুদ্ধভাবে ও সঠিক উচ্চারণে কোরআন তিলাওয়াত করতে পারবে। 

জুনিয়র ক্যামব্রিয়ান প্ল্যাটফর্মটির আরেকটি বিশেষ গুন হল প্রশিক্ষিত শিক্ষকের একটি দল, যারা খুবই দক্ষতা ও ভালোবাসার সাথে ছোট সোনামণিদের জন্য এই শেখা এবং খেলার ছলে শেখার জন্য এই প্ল্যাটফর্মটি তৈরি করেছেন। এই প্ল্যাটফর্মটি নিয়মিত শিশুদের এবং অভিভাবকদের মতামত নিয়ে তাদের সংযোজন ও পরিমার্জন কার্যক্রম পরিচালনা করে থাকে যার কারণে এটি সবসময় সময়ের থেকে এক ধাপ সামনে চিন্তা করে তাদের পাঠক্রম সাজাতে পারে। 

শিশু এবং অভিভাবকের বিচরণ থাকায় এই প্ল্যাটফর্মটি একটি নিরাপদ এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশে পরিণত হয়েছে, যার কারণে অভিভাকরা সব সময় অবগত থাকতে পারে যে তার সন্তান কি শিখছে এবং কতটুকু ভালভাবে শিখছে।

জুনিয়র ক্যামব্রিয়ান ভিজিট করতে পারেন এই লিঙ্কে গিয়েঃ https://www.juniorcambrian.com.

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি