ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

গণ বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফাইনাল পরীক্ষা ২৫ অক্টোবর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩২, ৫ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ২০১৮ সালের সামার সেশনের সকল বিভাগের অনার্স এবং মাস্টার্স কোর্সের সেমিস্টার ফাইনাল পরীক্ষা আগামী ২৫ অক্টোবর থেকে অনুষ্ঠিত হবে। 

শিক্ষার্থীদের সুবিধার্থে সকাল ও দুপুর এ দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া প্রবেশপত্র না থাকলে কোনো শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না বলে পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্তজা আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এখনও কিছু বিভাগে শেষ মুহূর্তের ক্লাস, মিডটার্ম পরীক্ষা চলছে। শিক্ষার্থীরা পরীক্ষার ফরম ফিলাপে ব্যস্ত। সব মিলিয়ে প্রচণ্ড ব্যস্ত সময় পার করছে পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়।

অনার্সের ১৬টি বিভাগ ও মাস্টার্সের ছয়টি বিভাগের প্রায় তিন হাজার শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নেবেন। গণ বিশ্ববিদ্যালয় বছরে দুবার সেমিস্টার ফাইনাল পরীক্ষা নিয়ে থাকে।

এসি
  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি