ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

গরু চুরি করে পালাতে গিয়ে আটক, গণপিটুনিতে মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২২, ১০ আগস্ট ২০২২

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে মোশারফ হোসেন রিপন (৪৫) এক ব্যক্তি স্থানীয়দের গণপিটুনিতে নিহত হয়েছেন। 

বুধবার (১০ আগস্ট) ভোররাতের দিকে চরফকিরা ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজারে এ গণপিটুনির ঘটনা ঘটে।

নিহত মোশারফ হোসেন রিপন ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর এলাকার বাসিন্দা। সে পেশায় একজন লেগুনা গাড়ির চালক। 

স্থানীয় লোকজন ও পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তিসহ ৪ জন গরু চুরি করে পালানোর সময় একজনকে আটক করে গণপিটুনি দিলে সে মারা যায়। ঘটনাস্থল থেকে ৮টি গরুর বাছুর উদ্ধার করা হয়েছে। উত্তেজিত জনতা গরু বহনকারী লেগুনা গাড়িটিতে আগুন দিয়ে খালের মধ্যে ফেলে দিয়েছে।

জানা গেছে, গভীর রাতে চরফকিরা ৮নং ওয়ার্ড অর্জুনতলা গ্রামের আবুল বাশারের বাড়ির জাকির হোসেনের ৪টি এবং নূর উদ্দিনের ৪টি গরুর বাছুর চুরি করে একটি লেগুনা গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল একদল অজ্ঞাত ব্যক্তি। 

গরুর মালিকরা বিষয়টি টের পেয়ে আশেপাশের লোকজনকে মোবাইলে ঘটনাটি অবগত করে। 

বুধবার ভোরের দিকে চারদিক থেকে লোকজন একত্রিত হয়ে মুক্তিযোদ্ধা বাজারের সাদ্দাম স্টোরের সামনে গাড়িটির গতিরোধ করে আটকে দেয়। এসময় গাড়িতে থাকা ৪ জনের মধ্যে ৩ জন অন্ধকারের মধ্যে দ্রুত পালিয়ে গেলেও একজনকে আটক হয়। 

পরে উত্তেজিত লোকজন আটককৃত ব্যক্তিকে গণপিটুনি দিলে ঘটনাস্থলে সে মারা যায় সে। 

এসময়ে গরু বোঝাই লেগুনায় আগুন দিয়ে তা খালের মধ্যে ফেলে দেয় লোকজন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, “গণপিটুনিতে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।”

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। গরু চুরি, উদ্ধার ও গণপিটুনিতে একজন নিহতের ঘটনায় পৃথক মামলা দায়ের করা হবে।

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি