ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

গাংনীতে ককটেলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধি 

প্রকাশিত : ২০:৫৯, ২৪ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

মেহেরপুরের গাংনীতে ৩টি ককটেলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার সকালে উপজেলার সাহারবাটি ইউনিয়নের কুঠিভাটপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ককটেল, নগদ টাকা ও সিমকার্ড উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার মেজর শরিফুল আহসান জানান, কুঠিভাটপাড়া গ্রামাস্থ এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাংনী উপজেলার মটমুড়া ইউপির কোদাইলকাটি গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মো. আব্দুল আলিম স্বপন(৩৫) ও কুঠিভাটপাড়া গ্রামের মৃত সাকেম মন্ডলের ছেলে মো. সিফাত আলীকে (৫৫) গ্রেফতার করা হয়। 

এসময় তাদের কাছ থেকে ৩টি ককটেল, ১টি মোবাইল, ২টি সিমকার্ড এবং নগদ-১৪৪৫ টাকা উদ্ধার করা হয়। এদিন দুপুরে গ্রেফতারকৃদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি