ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ২২:৪০, ১২ মে ২০২০

ঢাকার নবাবগঞ্জের এক কৃষকের কলা বাগানের ৬০টি গাছ রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

সোমবার দিবাগত রাতে উপজেলার বান্দুরা ইউনিয়নের পুরাতন বান্দুরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক সফিউদ্দিন শিকদার অজ্ঞাতদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মঙ্গলবার দুপুরে সরজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ৬০ টি কলা গাছ কাটা অবস্থায় পরে আছে। দুর্বৃত্তরা কলা গাছগুলো সোমবার দিবাগত রাতের যে কোন সময় কেটে ফেলেছে বলে জানা যায়।

ভোক্তাভোগী কৃষক সফিউদ্দিন শিকদার বলেন, ব্যবসার জন্য নিজের জমিতে পাশে ৩/৪ দিন আগে ৬০টি কলা গাছ লাগিয়েছি। গতকাল (সোমবার) রাতে দুর্বৃত্তরা কলা গাছগুলো কেটে ফেলেছে। এতে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলাম।

তিনি আরো বলেন, আমার সাথে কারো শত্রুতা থাকতে পারে। কিন্ত গাছের সাথে এ কেমন শত্রুতা। এভাবে গাছ কাটাটা দুঃখজনক। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেছি।

লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আজগর আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি খুবই ন্যাক্কারজনক। তদন্ত চলছে। তদন্ত করে বিষয়টির ব্যবস্থা নেওয়া হবে।
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি