ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

গাজীপুর সিটির এরশাদনগর বস্তির সড়ক যেন জলাশয় (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৫, ৫ মে ২০১৮

Ekushey Television Ltd.

সমস্যার যেন শেষ নেই গাজীপুর সিটির এরশাদনগর বস্তি এলাকার। ভাঙাচোরা রাস্তা, দুর্বল ড্রেনেজ। অল্প বৃষ্টিতেই পানিতে সয়লাব হয়ে যায় সড়ক। আর মাদকের ছড়াছড়ি তো আছেই। ভোটাররা চাইছেন এসব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি।

১৯৭৪ সালে টঙ্গীর এই এলাকায় উদ্বাস্তু পুনর্বাসনের প্রকল্প হাতে নেয় সরকার। ১৯৮৪ সালে ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষকে জড়ো করে এলাকাটির নাম দেওয়া হয়- এরশাদনগর।

কিন্তু নিশ্চিত করা হয়নি জীবন-যাপনের ন্যুনতম সুযোগ-সুবিধা। সিটি করপোরেশন হওয়ার পরও লাগেনি উন্নয়নের ছোয়া।

বর্ষায় ভোগান্তি ওঠে চরমে। অল্প বৃষ্টিতেই জমে পানি। অনেকটা ঘরবন্দি হয়ে পড়ে ৪৯ নম্বর ওয়ার্ডের বেশিরভাগ বাসিন্দা।

বিশুদ্ধ খাবার পানির সঙ্গে যোগ হয়েছে গ্যাস সঙ্কট। আর মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের উৎপাত তো আছেই।

দল-মতের ঊর্ধ্বে নাগরকি সুযোগ-সুবিধা নিশ্চিতের প্রতিশ্রুতি চান, গাজীপুর সিটির এরশাদনগর এলাকার সাড়ে ২৮ হাজার ভোটার।

ভিডিও

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি