গাজীপুরে আগুনে পুড়ে গেছে দুটি ঝুটের গোডাউন
প্রকাশিত : ১২:১৬, ২২ জুন ২০২২

গাজীপুরের কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় আগুনে পুড়ে গেছে দুটি ঝুটের গোডাউনের মালামাল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার ( ২২ জুন) সকাল পৌনে পাঁচটার দিকে এই আগুনের সূত্রপাত হয়। এই দুর্ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে, আগুনে দুটি ঝুট গোডাউনের মালামাল পুড়ে গেছে ।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, ভোর পৌনে পাঁচটার দিকে গাজীপুরের কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় স্থানীয় হামিদ ও ইসরাফিলের মালিকানাধীন ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। সাথে সাথেই আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কালিয়াকৈর, জয়দেবপুর ও ডিবিএল ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ শুরু করে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
আরএমএ
আরও পড়ুন