গাজীপুরে আগুনে পুড়ে গেছে ৪টি ঝুটের গোডাউন
প্রকাশিত : ০৯:৩৫, ১৭ আগস্ট ২০২৫

গাজীপুরের পুবাইলে আগুনে পুড়ে গেছে ৪টি ঝুট গোডাউনের মালামাল।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট সাড়ে তিন ঘন্টায় চেষ্ট এই আগুন নিয়ন্ত্রণের আগুন আনে।
ফায়ার সার্ভিস জানায়, রাত ১২টার দিকে পূবাইলের হায়দাবারাদ এলাকার একটি ঝুট গোডাউনে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা পার্শ্ববর্তী গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে আগুনের তীব্রতা বাড়ায় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটিসহ মোট পাঁচটি ইউনিট একযোগে অগ্নিনির্বাপণের কাজ শুরু করে।
পরে সাড়ে তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিস এই আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই আগুনে পুড়ে যায় ঝুট গোডাউনের মালামাল।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুন নিয়ন্ত্রণ আসার পর এখন ডাম্পিংয়ের কাজ চলছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
এএইচ
আরও পড়ুন