ঢাকা, বুধবার   ২৪ সেপ্টেম্বর ২০২৫

গাজীপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৭, ২৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৭:৪৩, ২৪ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে হায়দার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আলামিন  নামে আরও একজন গুরুতর আহত হয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত হায়দারের রাঙামাটির লাংগদু উপজেলার জালালাবাদ গ্রামের, আহত আলামিনের বাড়ি ফেনীতে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৩টার দিকে গাজীপুরে নয়াপাড়া এলাকায় ৭/৮ জনের ডাকাত দল ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়রা টের পেয়ে ধাওয়া দেয়। এক পর্যায়ে দুইজনকে ডাকাত সন্দেহে আটক করে বেধড়ক মারধর করা হয়। বাকিরা পালিয়ে যায়।

খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হায়দার ও আলামিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হায়দারকে মৃত ঘোষণা করেন।

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ তৌহিদ আহমেদ জানান, নয়াপাড়া এলাকায় ডাকাতি করতে এলে স্থানীয় লোকজন দুজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে একজন নিহত হন। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। নিহত হায়দারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬টি ডাকাতি মামলা রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি