ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

গাজীপুরে নবগঠিত ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া লাগেনি (ভিডিও )

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৩, ৯ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৬:২৫, ৯ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত সাবেক কাশিমপুর ইউনিয়নের নবগঠিত ওয়ার্ডগুলোতে লাগেনি উন্নয়নের ছোঁয়া। দীর্ঘদিন ধরে বেহাল দশা এখানকার প্রধান সড়কটির।

ভোটারদের অভিযোগ, বারবার কর্তৃপক্ষকে জানালেও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। এছাড়া হোল্ডিং ট্যাক্স বেশি নিলেও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারছে না সিটি কর্পোরেশন।

ছয়টি ইউনিয়ন ও ২টি পৌরসভা পুনর্গঠন করে ২০১৩ সালের ১৬ই জানুয়ারী যাত্রা শুরু করে গাজীপুর সিটি কর্পোরেশন। এর মধ্যে সাবেক কাশিমপুর ইউনিয়ন ভেঙ্গে হওয়া ৬টি ওয়ার্ডে ভোটার রয়েছেন ১ লাখ ১৬ হাজার ৯১৬ জন।

স্থানীয়দের অভিযোগ সিটি কর্পোরেশন হওয়ার পর সেখানে আজও লাগেনি উন্নয়নের ছোয়া।

খানাখন্দে জরাজীর্ণ কাশিমপুর-শ্রীপুর প্রধান সড়কর্টি বর্তমানে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী।

স্থানীয়রা বলছেন, সিটি কর্পোরেশন বাড়তি ট্যাক্স নিলেও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারছে না।

এছাড়া গ্যাস, পানিসহ নানা সমস্যায় কাশিমপুরের ওয়ার্ডগুলোতে বেড়েছে দুর্ভোগ। এলাকার উন্নয়নে নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, সিটি নির্বাচন ঘিরে এটিই প্রত্যাশা ভোটারদের।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি