গাজীপুরে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৩৯, ৩১ জুলাই ২০১৮ | আপডেট: ০৮:৩৯, ৩১ জুলাই ২০১৮

গাজীপুরের শ্রীপুর উপজেলায় সুফিয়া আক্তার (৮০) নামে এক বৃদ্ধাকে বেধড়ক পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বৃদ্ধা ওই এলাকার মৃত রুস্তম আলীর স্ত্রী।
সোমবার রাতে উপজেলার ১ নম্বর ওয়ার্ডের সুতাপাড়া (উজিলাব) এলাকায় এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মফিজ মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসআই মফিজ মল্লিক বলেন, নিহতের শরীরে আঘাতের আলামত পাওয়া গেছে। অভিযোগ পেলে অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে জানান এসআই।
একে//
আরও পড়ুন