ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

গাজীপুরে মহাসড়কে ভিড় থাকলেও নেই দুর্ভোগ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:১০, ১৪ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের উপস্থিতি রয়েছে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। তবে কর্মস্থলে ফেরা মানুষের ভিড় থাকলেও নেই কোন ভোগান্তি ও দুভোর্গ।

বৃহস্পতিবার (১৪ জুলাই) গাজীপুর মহাসড়কে যানবাহনের বেশ ভালো চাপ লক্ষ্য করা গেছে। এই দিন ভোর থেকেই অনেকে স্বজন পরিজন নিয়ে নিজ কর্মস্থলে পথে  ছুটছেন। 

বিভিন্ন স্থানে যানজট নিয়ন্ত্রণ ও যাত্রীদের নিরাপত্তায় কাজ করছে পুলিশ। সেই জন্য স্বাভাবিক গতিতে চলছে সব যানবাহন।

তাই অনেকটা নির্বিঘ্নে চলাচল করছে যানবাহন। যার ফলে দুর্ভোগ ছাড়া কর্মস্থলে ফিরতে পেরে খুশি যাত্রীরাও।  

আরএমএ
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি