ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫০, ২০ এপ্রিল ২০১৮ | আপডেট: ১২:৫৪, ২০ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

গাজীপুর সিটি কর্পোরেশনের মিরেরবাজার এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে মোখর উদ্দিন (৪০) নামে একজন ট্রাকচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে তিনজন। শুক্রবার সকাল ৬টায় মিরেরবাজার এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, মিরেরবাজার এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ বাইপাস সড়কে গাজীপুর চৌরাস্তাগামী একটি বাসের সঙ্গে বিপরীতগামী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক মোখর উদ্দিনসহ চারজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক ট্রাকচালক মোখর উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

নিহত মোখর উদ্দিন শরীয়তপুরের নড়িয়া থানার দিনারা এলাকার আয়েজ উদ্দিনের ছেলে। আহতরা হলেন- মিজানুর ইসলাম (৪৫), মো. হালিম ও খোকন মিয়া।

আরকে// এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি