ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

গাজীপুরের ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৩, ১৯ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

গাজীপুরের ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে, দীর্ঘদিন সংস্কারের অভাবে ভোগান্তি পোহাতে হচ্ছে সিটি করপোরেশনের নাগরিকদের। ড্রেনের কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনা। এলাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ।

কে বলবে, দেশের বৃহত্তম সিটি করপোরেশন এলাকার দৃশ্য এটি। একদিকে ময়লার স্তুপ, অন্যদিকে নিস্কাশনের অভাবে জমে থাকা পানিতে দুর্গন্ধ।

গাজীপুরে দেড় হাজার কিলোমিটার রাস্তায় ড্রেন মাত্র ৩১০ কিলোমিটার। তাও সংস্কার করা হচ্ছে না দীর্ঘদিন ধরে। জনসংখ্যা, অবকাঠামোগত উন্নয়নসহ নানা পারিপার্শ্বিক চাপের কারণে নতুন ড্রেন নির্মাণের প্রয়োজনীয়তাও দেখা দিচ্ছে।

বর্ষার এই সংকট আরও তীব্রতর হয়। বৃষ্টির পানির সাথে নর্দমার জমে থাকা ময়লা পানি মিশে যাতায়াতের অনুপোযোগী হয়ে ওঠে সড়কগুলো।

এই ড্রেনেজ সংকটই এবারের প্রধান নির্বাচনী ইস্যু। ভোটাররা বলছেন, আশ্বাস দেয়ার পরও গতবার সমস্যার সমাধান করতে পারেননি জনপ্রতিনিধিরা।

নগরবাসীর এই্ ভোগান্তি লাঘবে কাজ করবে, এমন প্রার্থীকেই বেছে নেয়ার প্রত্যাশা সাধারন ভোটারদের।  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি