ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

ইটিভি অনলাইনকে এ আর রাজ

‘গান লিখি মনের ক্ষুধা মেটাতে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৭, ৬ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৬:০৩, ১৬ সেপ্টেম্বর ২০১৮

‘বাণ মেরে, বান মোরে, বাবুটা/বাণ মেরে, বান মোরে, যাদুটা/হে তোর বিজলী আঁকে বাকে/না চাহিও মোর পানে/জ্বলে জ্বলে জ্বলে/না সহেনা প্রাণে …‘ গানটি মনে আছে নিশ্চয়ই! কণ্ঠশিল্পী ফাতেমা-তুয-জোহরা ঐশীর কণ্ঠের মধুরতায় এ গানটি দর্শকপ্রিয়তা পেয়েছিল। কিন্তু গানটির গীতিকার কে ছিলেন তা কি জানেন? তিনি তরুণ গীতিকবি ও সুরকার এ আর রাজ। একুশে টিভি (ইটিভি) অনলাইনের সঙ্গে কথা বলেন তরুণ এই গীতিকবি। একান্ত আলাপচারিতায় স্বপ্ন ও সাধনার কথা জানান রাজ। তার সঙ্গে কথা বলে প্রতিবেদন তৈরি করেছেন- সোহাগ আশরাফ

কোনো একটি গান যখন দর্শকপ্রিয়তা পায় বা শ্রোতাদের কানে বাঁজে তখন সাধারণত ওই গানের শিল্পীরই নাম হয়। কিন্তু ওই গানের রচয়িতা বা সুরকার আড়ালেই থেকে যান। কেউ-ই খোঁজ নেয় না। অথচ একটি গান শ্রোতাদের কানে পৌঁছানোর আগে বেশ কয়েকটি ধাপ পাড়ি দিতে হয়। অনেক সময় মিউজিক ভিডিও বা সিনেমার গানের ক্ষেত্রে শিল্পীকেও দেখা যায় না। সেক্ষেত্রে সাধারণ মানুষের চোখের আড়ালেই থেকে যান গীতিকার, সুরকার ও শিল্পীরা।

‘বাণ মেরে, বান মোরে, বাবুটা’- গানের গীতিকবি এ আর রাজ পেশায় একজন সাংবাদিক। তবে তিনি নিজেকে গীতিকার হিসেবেই পরিচয় দিতে চান। যশোর কেশবপুর থানার, পাজিয়া গ্রামে বেড়ে ওঠা এ গীতিকবি ছোটবেলা থেকেই ছন্দের সঙ্গে খেলা করেছেন। যখনই মনের মধ্যে কোনো ছন্দ খেলা করেছে তখনই টুকে রেখেছেন কাগজের পাতা। বিশেষ করে শৈশবের ওই দিনগুলোতে রাজ লিখেছেন অসংখ্য কবিতা। তবে কবিতা লিখলেও এক সময় তার মধ্যে ছন্দ বাসা বাঁধে। সেই ছন্দের কবি দিনে দিনে পরিপক্ক হয়ে উঠেছেন অনেক। ইতিমধ্যে লিখেছেন প্রায় ১৪০টিরও বেশি গান। তবে এ পর্যন্ত তার দুটি গান শিল্পীর কণ্ঠে প্রকাশ পেয়েছে।

রাজের প্রকাশিত গান দুটির মধ্যে রয়েছে ‘উজানে তীর খুঁজি’ ও ‘বাণ মেরে, বান মোরে’। এর মধ্যে প্রথম গান ‘উজানে তীর খুঁজি’ গানটি বৈশাখে জনপ্রিয় কণ্ঠশিল্পী এফ এ সুমনের কণ্ঠে জি-সিরিজের ব্যানারে প্রকাশিত হয়। ‘উজানে তীর খুঁজি’ গানটি একটু স্যাড রোমান্টিক আর মেলো-রকের মিশেলে।

অপরদিকে ‘বাণ মেরে, বান মোরে’ গানটিতে কণ্ঠ দিয়েছেন তরুণী কণ্ঠশিল্পী ফাতেমা-তুয-জোহরা ঐশী। মুশফিক লিটুর কম্পোজে গত ঈদ-উল-আযহা উপলক্ষে সাউন্ডটেকের ব্যানারে এটি প্রকাশ পায়।

গীতিকবি ও সুরকার এ আর রাজ সঙ্গীত জগতে নুতন এক সম্ভাবনার নাম। একটু ভিন্ন ধরণের গান লেখার চেষ্টা করেন তিনি। এ বিষয়ে গান পাগল রাজ বলেন, ‘আমি গানকে ভীষণ ভালোবাসি। আমি পেটের জন্য খাবার খাই আর মনের ক্ষুধা মেটাতে গান লিখি। আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে গান চর্চা করি। আর সেখান থেকে যখন যা পাই তখন তাই রচনা করি। সঙ্গে সঙ্গে চেষ্টা করি নুতন কিছু করার।’

তিনি আরও বলেন, ‘বেশিরভাগ গানই আমি, তুমির মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু আমি চেষ্টা করি এগুলো এড়িয়ে চলার। যদিও আমি, তুমিকে এড়িয়ে যাওয়া সম্ভব না। তবে আমি ওই শব্দগুলোকে একটু ভিন্নভাবে বলি।’

এ আর রাজ সব সময়ই চেয়েছেন ক্রিয়েটিভ কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে। মনের মধ্যে বাসনা থাকলেও নিজের প্রতিভাকে রেখেছেন আড়াল করে। ভালো লাগা কাজগুলো নিরবেই করে গেছেন তিনি। কিন্তু একটা সময় অনুভব করলেন যে, প্রকাশ্যে আসা দরকার। নিজের কাজগুলো সবার মাঝে ছড়িয়ে দেওয়া দরকার। তাই মফস্বলে বেড়ে ওঠা রাজ নিজেকে প্রকাশ করতে চলে আসেন রাজধানীতে।

এরপর প্রায় নয় বছর ধরে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করার সংগ্রামে নেমে পড়েন। যদিও সময়টা অনেক কিন্তু আজকের এই অবস্থানে আসতে রাজকে একাই পথ চলেতে হয়েছে। প্রতিনিয়ত নিজেকে তৈরির সংগ্রাম করে যাচ্ছেন। সেইসঙ্গে চালিয়ে যাচ্ছেন ভেতরের প্রতিভাকে তুলে ধরতে।

রাজ শুধু গান নয়, তিনি মাঝে মাঝে নাটক, সিনেমার গল্পও লিখছেন। তবে এর সংখ্যা খুবই কম। ভালো লাগার জায়গা থেকে এ কাজগুলো করেন তিনি।

এ বিষয়ে রাজ বলেন, ‘আমার নিজের কাছে একটা ওয়াদা আছে। আর সেটা হচ্ছে আমি জীবনের সব কাজ গুছিয়ে করার চেষ্টা করি। এজন্যই আমার এগিয়ে যাওয়াটা কিছুটা ধীর গতির। তবে এর পেছনে কিছু কারণও রয়েছে। আমি পড়া লেখাশেষ করে তবেই মিডিয়ার কাজে হাত দিতে চেয়েছি। এখন সব কিছু গুছিয়ে এনেছি। তাই অল্প অল্প করে প্রকাশ্যে আসার চেষ্টা করছি। তবে এতোদিন নিজেকে প্রকাশ না করলেও কাজ করে গেছি।’

নিজের ক্যারিয়ার ও ভবিষৎ পরিকল্পনা নিয়ে রাজ বলেন, ‘সব কিছুর আগে আমি একজন সাংবাদিক। এই পেশাটি নিয়ে এগিয়ে যেতে চাই। পাশাপাশি গান ও সুর তো থাকলোই। আর তেমন কোনো ইচ্ছা নাই। তবে নিজের কিছু কিছু কাজ আছে। একটা সিনেমা, একটা নাটকের কাজ হাতে আছে। যদি কখনও সম্ভব হয় কাউকে না পেলেও নিজে যেনো করতে পারি সেই ইচ্ছা আছে। ওই গল্প দুটি কাউকে দিবো না। এগুলোর নির্দেশনা আমি নিজেই দিবো। তবে আমার কখনও নির্দেশক হওয়ার ইচ্ছে নেই। যেহেতু গান লিখি, গল্প লিখি তাই ভালো লাগার জায়গা থেকে এই কাজ দুটি নিজেরই করার ইচ্ছা।’

‘উজানে তীর খুঁজি’ ও ‘বাণ মেরে, বান মোরে’ গান দুটির ভিডিও দেখতে ক্লিক করুন :

https://www.youtube.com/watch?v=SrUegkTC68s

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি