ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

গার্হস্থ্য অর্থনীতি কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৩, ২৬ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৩:০৬, ২৬ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্বদ্যিালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

ভর্তি পরীক্ষার ফল admission.eis.du.ac.bd এই ওয়েব সাইট থেকে পাওয়া যাবে। এছাড়া মোবাইল থেকে du goc টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে জানতে পারবেন শিক্ষার্থীরা।

গত ১৫ ডিসেম্বর শুক্রবার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর দুই হাজার ২৭৫টি আসনের জন্য আবেদন করেন আট হাজার ৭৪৫ জন। এ হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রায় চারজন শিক্ষার্থী।

আবেদনকারী সাংখ্যা ছিলো আট হাজার ৭৪৫ জন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ৮৭৬ জন। এর মধ্যে পাশ করেছেন ৫ হাজার ২৭৪ জন। এরমধ্যে বিজ্ঞান বিভাগে ৩ হাজার ৪৪২ জন। মানবিক বিভাগে ৮৭৪ জন ব্যবসা বিভাগে ৯৩৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

উত্তীর্ণ সব ছাত্রীরা আগামী ৩১ডিসেম্বর থেকে ০৭জানুয়ারির মধ্যে ওয়েরসাইটে গিয়ে বিষয় পছন্দ ক্রম ফরম পূরন করতে পারবেন।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি