ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫

গুরুত্বপূর্ণ দশটি প্রকল্পের বরাদ্দ থাকছে ৩৩ হাজার ৭শ’৬১ কোটি টাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৬, ১ জুন ২০১৭ | আপডেট: ১৯:৪০, ১ জুন ২০১৭

Ekushey Television Ltd.

এবারের বাজেটে সরকারের ফাস্ট-ট্র্যাক দশটি প্রকল্পে বিশেষ গুরুত্ব দিয়ে বরাদ্দ রাখা হয়েছে ৩৩ হাজার ৭শ’ ৬১ কোটি টাকা। এর মধ্যে রয়েছে, পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেলসহ তিনটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, দুটি রেলপথ এবং একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্প। চালু থাকা অগ্রাধিকারমূলক প্রকল্পের সাথে যুক্ত হয়েছে কর্ণফুলী টানেল নির্মাণসহ কিছু নতুন প্রকল্প। নির্ধারিত সময়ের মধ্যেই এসব প্রকল্প শেষ করার উপর গুরুত্ব দেয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে। 
চালু থাকা মেগা প্রকল্পগুলোর নির্মাণ কাজ, চলতি মেয়াদে-ই শেষ করতে চায় সরকার। ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট বরাদ্দে যার প্রতিফলন রেখেছেন অর্থমন্ত্রী।

নিজস্ব অর্থায়নে বড় প্রকল্প, স্বপ্নের পদ্মা সেতু নির্মাণে রাখা হয়েছে ৬ হাজার ২৬ কোটি টাকা। এই সেতু’র সাথে, ‘পদ্মা রেল লিংক প্রকল্প’ পাচ্ছে, ৫ হাজার ৬৩ কোটি টাকা।
বিদ্যুৎ উৎপাদন বাড়াতে, বরাবরের মত এবারো বেশ মনোযোগী সরকার। ঈশ্বরদীতে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে, ‘রূপপুর পারমাণবিক কেন্দ্র স্থাপন প্রকল্পের-প্রথম পর্যায় বাস্তবায়নে, বরাদ্দ রাখা হয়েছে, ১০ হাজার ১শ’ ৮৬ কোটি টাকা।

বাগেরহাটের রামপালে, ‘মৈত্রী থার্মাল বিদ্যুৎ প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে, ১ হাজার ৪০২ কোটি টাকা। আর, কক্সবাজারের মহেশখালীতে, ‘মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট’ প্রকল্পে বরাদ্দ ১ হাজার ৮শ’ ৩৬ কোটি টাকা। বিশেষ বরাদ্দ, দেয়া হয়েছে পায়রা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্যও।
রাজধানীবাসীকে, অসহনীয় যানজট থেকে মুক্তি দিতে দুটি অবকাঠামো নির্মাণ প্রকল্পে অর্থ বরাদ্দ করা হয়েছে। এর একটি ‘মেট্রোরেল এমআরটি লাইন-৬’ প্রকল্পের জন্য, ৩ হাজার ৭শ’ ৫০ কোটি টাকা এবং ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে’ নির্মাণ প্রকল্পে ৮শ’ ৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে ‘কর্ণফুলী সড়ক টানেল’ নির্মাণের জন্য রাখা হয়েছে, ১ হাজার ৫শ’ ৭৪ কোটি টাকা। ‘দোহাজারী-কক্সবাজার-ঘুনধুম রেলপথ প্রকল্পের জন্য বরাদ্দ ৩ হাজার ৩শ’ ৬৬ কোটি টাকা।
তবে, গত বাজেটের অন্যতম, অগ্রাধিকারমূলক প্রকল্প ‘সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর নির্মাণ’ থেকে সরকার সরে আসায়, এবার বরাদ্দ রাখা হয়নি বাজেটে।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি