ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলন আসিফ মাহমুদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৭, ১১ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

নতুন তিন উপদেষ্টা শপথ গ্রহণের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে দায়িত্ব পুর্নবণ্টন করা হয়েছে। এতে আরেকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ।

রোববার (১০ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

উপদেষ্টাদের মধ্যে মন্ত্রণালয় পুনর্বন্টন করে জারি করা প্রজ্ঞাপনে দেখা যায়, নতুন করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ। এর আগে দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এই উপদেষ্টা। তবে তার হাতে থাকা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেনকে।

এখন থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন আসিফ মাহমুদ।

প্রসঙ্গত, আগের সবগুলো সরকারের সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়টিকে বেশি গুরুত্ব দিতে দেখা গেছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি