ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

গোপনে যে নারীকে পছন্দ করেন প্রভাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৪, ৯ ডিসেম্বর ২০১৭

অভিনেতা প্রভাস পুরো ভারতবর্ষেই ভক্তদের কাছে বাহুবলি নামেই পরিচিত। বিশ্বজুড়েও অগণিত ভক্ত রয়েছে তার। নারী ভক্তের সংখ্যাও নেহায়েত কম নয়। এমনকি গত পাঁচ বছরে প্রায় ছয় হাজার বিয়ের প্রস্তাব পেয়েছেন এই সুদর্শন নায়ক।

কিন্তু এ অভিনেতা যাকে পছন্দ করেন তিনি আর কেউ নন বলিউডের রাবিনা টেন্ডন। এ অভিনেত্রীই নাকি তার ‘সিক্রেট ক্রাশ’। নব্বই দশকের সাড়া জাগানো এ অভিনেত্রী ‘মাস্ত মাস্ত’, ‘টিপ টিপ বারসা পানি’সহ বেশ কিছু গানে কোমর দুলিয়ে কোটি কোটি ভক্তের মন জয় করেছেন। এর মধ্যে অভিনেতা প্রভাসও রয়েছেন।

ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে প্রভাস বলেন, ‘আমি রাবিনার অনেক বড় ভক্ত। প্রত্যেকবার যখন আমি আন্দাজ আপনা আপনা সিনেমার এলো জি সনম গানটি দেখি, আমার মনে হয়, অসাধারন।’

মজার ব্যাপার হচ্ছে, রাবিনার স্বামী অনিল থারানি বাহুবলি সিনেমার পরিবেশকদের একজন। তাই সুযোগ পেলেই রাবিনার সঙ্গে দেখা করেন প্রভাস।

আরো জানালেন, ‘বাহুবলি নির্মাতা ও অভিনেতারা যখন মু্ম্বাইয়ে যান, অনিল ও রাবিনার সঙ্গে দেখা করেন। যখন প্রযোজক ও রানা দাগ্গুবতী প্রথম অনিলের সঙ্গে দেখা করেছিলেন তখনই তারা জানিয়ে দিয়েছিলেন রাবিনার অনেক বড় ভক্ত প্রভাস।

এসি/

 

 

 

 

এসি/

 

 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি