গোপালগঞ্জ শহরে পুলিশ কর্মকর্তার বাড়ীতে ডাকাতি
প্রকাশিত : ১২:২৫, ২৬ অক্টোবর ২০১৬ | আপডেট: ১২:২৫, ২৬ অক্টোবর ২০১৬
গোপালগঞ্জ শহরে আব্দুল ওয়াদুদ খান নামে এক পুলিশ কর্মকর্তার বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাতরা প্রায় ৩৫ ভরি স্বর্ণালঙ্কার ও দেড় লাখ টাকা লুটে নেয়। ভোররাতে শহরের মোহাম্মদ পাড়ায় এ ঘটনা ঘটে। বাড়ীর গৃহকর্তা ও মাদারীপুরের কালকিনি থানার এস আই আব্দুল ওয়াদুদ খান জানান, রাতে বাড়ীর গ্রীল কেটে ১০, ১২ জনের মুখোশধারী একদল ডাকাত ঘরে প্রবেশ করে। এসময় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে বেঁধে রেখে আলমারী ভেঙ্গে প্রায় ৩৫ ভরি স্বর্ণালঙ্কার ও দেড় লাখ টাকা লুটে নেয় ডাকাতরা। এসময় ডাকাতদের অস্ত্রের আঘাতে পুলিশ কর্মকর্তা আহত হন।
আরও পড়ুন