ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

গোপালগঞ্জে গণগ্রেপ্তার হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৭, ২০ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

গোপালগঞ্জে সাম্প্রতিক সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় গণগ্রেপ্তারের অভিযোগ নাকচ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২০ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, কেউ অকারণে গ্রেপ্তার হচ্ছে না। কেবল দোষীদেরই আইনের আওতায় আনা হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নির্বাচন অনুষ্ঠানের জন্য যে নিরাপত্তা প্রয়োজন, তা বর্তমান আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব।

প্রসঙ্গত, গোপালগঞ্জে ১৬ জুলাই এনসিপি’র পদযাত্রাকে ঘিরে পুলিশ, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে পাঁচজন নিহত এবং শতাধিক আহত হন। এরপর থেকে জেলা জুড়ে কারফিউ, ১৪৪ ধারা, গণগ্রেপ্তারের অভিযোগ ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে গোপালগঞ্জ।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা নিয়মতান্ত্রিক পন্থায় তদন্ত করছি। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

তিনি জোর দিয়ে বলেন, আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েন, কারফিউ ও গণগ্রেপ্তার সংক্রান্ত আরও বিস্তারিত জানতে সংশ্লিষ্ট প্রতিবেদন দেখুন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি