ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

গোপালগঞ্জে চলছে সনাতন ধর্মাবলম্বীদের ৩ দিনের মহাবারুনী মেলা

প্রকাশিত : ০৯:২৪, ৭ এপ্রিল ২০১৬ | আপডেট: ০৯:২৪, ৭ এপ্রিল ২০১৬

গোপালগঞ্জের শ্রীধাম ওড়াকান্দিতে চলছে সনাতন ধর্মাবলম্বীদের তিন দিনের মহাবারুনী মেলা। হরিচাঁদ ঠাকুরের ২০৫তম জন্মতিথি পালন ও স্নানোৎসবকে কেন্দ্র করে শতশত বছর ধরে চলে আসছে এ মেলা। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। হরি ভক্তদের পদচারণায় মুখরিত কাশিয়ানীর ওড়াকান্দি ঠাকুর বাড়ি। প্রতি বছর হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা ঠাকুর বাড়িতে আসেন পূণ্য লাভের আশায়। ওরাকান্দির ঠাকুর বাড়ি হিন্দু সম্প্রদায়ের কাছে তীর্থস্থান হিসেবে গড়ে উঠেছে। মেলায় নাগরদোলা, কুটির শিল্পের বিভিন্ন সামগ্রী, খেলনা, মাটির জিনিস, খাদ্য সামগ্রীসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। অন্যান্যবারের তুলনায় বেচা বিক্রিও এবার ভালো। স্নানোৎসবের পাশাপাশি তিন দিনের বারুনী মেলা দেখতে ভীড় জমিয়েছেন সব সম্প্রদায়ের মানুষ।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি