গোলাম দস্তগীর গাজীর ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক
প্রকাশিত : ১৫:২০, ১৬ জুলাই ২০২৫

কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকা বাজার মূল্যের চার হাজার ৮৮০ শতাংশ সম্পত্তি ক্রোক করা হয়েছে।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্রোক করা সম্পদ তিনি ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে অর্জন করেন।
সিআইডি'র ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটে আবেদনের পরিপ্রেক্ষিতে গত আটই জুলাই ঢাকা মহানগর দায়রা জজ আদালত সম্পত্তি ক্রোকের আদেশ দেন।
সংস্থাটি জানিয়েছে, তার বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল, কমিশন গ্রহণ, জাল-জালিয়াতি, প্রতারণা, হুন্ডি এবং আন্ডার ইনভয়েস, ওভার ইনভয়েসের এবং সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ রয়েছে।
সিআইডি জানিয়েছে, দস্তগীর গাজী ও তাঁর স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটে মানিলন্ডারিংয়ের অনুসন্ধান চলমান।
গোলাম দস্তগীর আওয়ামী লীগের আমলে বস্ত্র ও পাট মন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের এমপি ছিলেন।
এএইচ
আরও পড়ুন