'গ্যাসের দাম বৃদ্ধির ফলে সার্বিকভাবে অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়বে'
প্রকাশিত : ১২:২৮, ২৬ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১২:২৮, ২৬ ফেব্রুয়ারি ২০১৭
গ্যাসের দাম বৃদ্ধির ফলে সার্বিকভাবে অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়বে বলে আশংকা করছেন বিশিষ্টজনেরা। এক শ্রেনীর ব্যবসায়ীর স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত বলেও মন্তব্য তাদের। একুশে টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাতকারে এসব কথা বলেন তারা।
দুই দফায় গ্যাসের দাম ২২ দশমিক ৭ শতাংশ বাড়ানোর ঘোষনা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। মার্চে প্রথম দফা ও দ্বিতীয় দফায় বাড়বে জুনে।
গ্যাসের প্রতিটি সংস্থা লাভজনক হওয়া সত্বেও দুর্নীতি-অপচয় বন্ধ না করে উল্টো দাম বৃদ্ধি জনগনের উপর চাপ বাড়ানো বলে মনে করেন অনেকেই। এর ফলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশংকা তাদের।
এদিকে গ্যাসের দাম বাড়লে বিদ্যুতের দামও বাড়বে বলে জানালেন বিদ্যুত ব্যবসার সঙ্গে জড়িতরা। এছাড়া পরিবহন ভাড়া, শিল্পজাত পন্য-সহ অন্যান্য পণ্যের দাম বাড়ারও আশংকা করছেন কেউ কেউ।
আরও পড়ুন