সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কালকিনিতে মানববন্ধন
প্রকাশিত : ১৪:৩৪, ৯ আগস্ট ২০২৫

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে মাদারীপুরের কালকিনিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকালে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে কালকিনি-ভুরঘাটা সড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে কালকিনি ও ডাসার উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
এ সময় বক্তারা দ্রুত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন গণমাধ্যমকর্মীরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলার যুগান্তরের প্রতিনিধি এইচএম মিলন, রুপালী বাংলাদেশের প্রতিনিধি নাসির উদ্দিন লিটন, জনকন্ঠের সাংবাদিক জাফরুল হাসান, আনন্দ টিভির প্রতিনিধি মম হারুন,মাইটিভির প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকত,একুশে টিভির সাংবাদিক রকিবুজ্জামান,স্বদেশ প্রতিদিনের সাংবাদিক সাহাদাত ওয়াশিম,চ্যানেল এস এর প্রতিনিধি আতিকুর রহমান আজাদ,বিজয় টিভির প্রতিনিধি সৈয়দ মারুফ,আমার সংবাদের প্রতিনিধি রাজু আহমেদ,দৈনিক নিরপেক্ষ পত্রিকার প্রতিনিধি সৈয়দ শামীম, আজকের দর্পণ পত্রিকার প্রতিনিধি ইশতিয়াক আহমেদ, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি মেহেদী হাসান মাসুম, সংবাদের প্রতিনিধি আশরাফুর রহমান, বাংলাদেশ বুলেটিন পত্রিকার সাংবাদিক আবির হাসান পারভেজ, প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি রাজীব হোসেন,এশিয়ান টিভির প্রতিনিধি শাহজালাল সরদার,সাংবাদিক আজাহার উদ্দিন, আঃ সালাম, খন্দকার শামীম, মাহফুজুর রহমান ইমরানসহ অনেকেই।
উল্লেখ্য,গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামানকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে একদল দুর্বৃত্ত। ভয়ে দৌড়ে ঈদগাঁ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন তুহিন। পরে দোকানের ভেতর ঢুকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে ওই সাংবাদিককে।
এএইচ
আরও পড়ুন