ঢাকা, সোমবার   ১৩ মে ২০২৪

গ্রাম আদালত সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শিগগিরই শুরু হবে

প্রকাশিত : ১৮:১৫, ১৬ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১৫, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ১শ’ ২১টি ইউনিয়নে গ্রাম আদালত সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক। রাঙামাটিতে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প বিষয়ে মতবিনিময় সভায় তিনি এ’সব কথা বলেন।  স্থানীয় সরকার সচিব জানান, ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়ন এই প্রকল্পে অর্থসহায়তা দিচ্ছে। ২০১৯ সালের মধ্যে প্রকল্প বাস্তবায়িত হবে বলেও জানানো হয়। সভায় তিন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক, হেডম্যান, কারবারী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অংশ নেন।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি