ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

গ্রামীণফোন নিয়ে এলো “ডিজিটাল ওয়ালেট জিপে”

প্রকাশিত : ১৮:৫৮, ২৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:৫৮, ২৪ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

আরো উন্নততর ডিজিটাল সেবা প্রদানের লক্ষে ও দৈনন্দিন কাজ সহজ করে তুলতে “ডিজিটাল ওয়ালেট জিপে” নিয়ে এলো মুঠোফোন সেবাদান প্রতিষ্ঠান গ্রামীণফোন। রাজধানীর একটি হোটেলে নতুন এই সেবা‘র উদ্বোধন করা হয়। ডিজিটাল ওয়ালেট জিপে‘র মাধ্যমে এখন গ্রাহকরা সহজেই ট্রেনের টিকিট করা এবং বিদ্যুত, গ্যাস-পানির বিল পরিশোধ করতে পারবেন। সুবিধা পাবেন মোবিক্যাশ করার। এক্ষেত্রে শুধুমাত্র গ্রামীণফোনের সহযোগি কোন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থাকলেই এই সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির হেড অব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের এরওয়ান গিলবার্ট, হেড অব কমিউনিকেশন নেহাল আহমেদ ও চিফ কর্পোরেট অফিসার মাহমুদ হোসেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি