ঢাকা, সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫

ঘন কুয়াশায় সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৭, ২৮ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

ঘন কুয়াশাজনিত দুর্ঘটনা এড়াতে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ম্যানেজমেন্ট বিভাগের কর্মকর্তা মো. সোলায়মান বিষয়টি  নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “আজ সন্ধ্যা ৬টা থেকে কোনো নৌযানকে চলাচলের অনুমতি দেওয়া হয়নি। একইসঙ্গে সারাদেশের কোনো নদীবন্দর থেকেই লঞ্চ বা অন্যান্য নৌযান চলাচল করছে না।”

বিআইডব্লিউটিএ জানায়, ঘন কুয়াশার কারণে দেশের বিভিন্ন নৌপথে একের পর এক দুর্ঘটনার ঘটনা ঘটায় যাত্রী ও নৌযানের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার মধ্যরাতের পর থেকে চাঁদপুর, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে যাত্রীবাহী লঞ্চ ও মালবাহী কার্গোর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ছয়জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক না হওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি