ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস থেকে ৬০ হাজার ৩শ’৫২ কোটি টাকা ধার
প্রকাশিত : ১৭:৪১, ১ জুন ২০১৭ | আপডেট: ১৯:২২, ১ জুন ২০১৭

অর্থমন্ত্রী ঘোষিত বাজেটে এক লাখ সাত হাজার কোটি টাকার ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস থেকে ৬০ হাজার ৩শ’ ৫২ কোটি টাকা ধার করতে হবে। এর বড় একটি অংশ আসবে সঞ্চয়পত্র থেকে। এই খাত থেকে সরকার ৩০ হাজার একশ’ ৫০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্য ঠিক করেছে। আর ব্যাংক থেকে ঋণ নেয়া হবে ২৮ হাজার দুইশ’ তিন কোটি টাকা। ঘাটতির বাকী অর্থ আসবে বৈদেশিক ঋণ ও অনুদান থেকে।
বাজেটে ঘাটতি মেটাতে অভ্যন্তরীন ও বৈদেশিক উৎস থেকে ঋণের উপরই নির্ভর করতে হচ্ছে অর্থমন্ত্রীকে। এরমধ্যে অভ্যন্তরীন উৎস থেকে নিতে হবে ৬০ হাজার তিনশ’ ৫২ কোটি টাকা।
বিদায়ী অর্থবছরে সঞ্চয়পত্র থেকে ঋণ নিতে হয়েছিল লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশী। এবার এই খাত থেকে ৩০ হাজার ১৫০ কোটি টাকা ধারের পরিকল্পনা করেছেন অর্থমন্ত্রী।
২০১৬-১৭ অর্থবছরে ব্যাংক থেকে ঋণ নেয়ার লক্ষ্য ছিল ৩৮ হাজার ৯শ’ ৩৮ কোটি টাকা, যা পরবর্তীতে ২৩ হাজার ৯শ’ তিন কোটি টাকায় নামিয়ে আনা হয় সংশোধিত বাজেটে।
২০১৭-১৮ অর্থ বছরে ব্যাংক থেকে ঋণ নেয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে ২৮ হাজার দুইশ’ তিন কোটি টাকা।
ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ অন্যান্য খাত থেকে প্রায় দু’হাজার কোটি টাকা নেয়া হবে। আর বৈদেশিক ঋণ ও অনুদান থেকে আশা করা হচ্ছে ৪৬ হাজার চারশ’ ২০ কোটি টাকা।
আরও পড়ুন