ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

ঘাতক ট্রাক কেড়ে নিল বাবা-ছেলের প্রাণ

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫২, ২৩ আগস্ট ২০২২ | আপডেট: ১৩:২১, ২৩ আগস্ট ২০২২

ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার পথে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন বাবা-ছেলে। ঘটনাস্থলে মারা যান বাবা, আর হাসাপাতালে নিয়ে যাওয়ার পথে গুরুতর আহত ছেলের মৃত্যু হয়।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে নকলা সাব-রেজিস্ট্রার অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নকলা উপজেলার কলাপাড়া গ্রামের কৃষক হানিফ (৪২) এবং পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ছেলে পিয়াস (১১)।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা প্রতিদিন সাইকেলে করে নকলা পৌর শহরের রইস উদ্দিন একাডেমিতে যাওয়া-আসা করতেন। এদিন স্কুলের কাছে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই বাবা হানিফ মারা যান। অন্যদিকে স্থানীয়রা আহত অবস্থায় পিয়াসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সেখানে নিয়ে যাওয়ার পথে মারা যান পিয়াস। 
 
বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, এরই মধ্যে ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ২৪-৭১৩০) আটক করা হয়েছে। তবে চালক কৌশলে পালিয়ে গেছেন। মামলার প্রস্তুতি চলছে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি