ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

ঘুষের অডিও ফাঁস, এসআই প্রত্যাহার

রাজশাহী অফিস

প্রকাশিত : ১২:৫৬, ১১ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়ারেশ হোসেনের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অডিও ফেসবুকে ফাঁস হয়েছে। দফায় দফায় আসামিদের ফোন করে ঘুষ চেয়েছেন পুলিশের ওই কর্মকর্তা। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা নেওয়ার কথাও রয়েছে আসামির সঙ্গে মোবাইল ফোনের আলাপে। 

বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ওই রেকর্ড ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত এসআইকে বৃহস্পতিবার দুপুরে রাজপাড়া থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

ফাঁস হওয়া একাধিক অডিও ক্লিপে শোনা যায়, রাফি নামের এক ব্যক্তিকে ফোন করে এসআই ওয়ারেশ টাকা চাচ্ছেন। গ্রেপ্তার করা হবে না বলে ওসির জন্যও একটা ‘বাজেট’ রাখতে বলছেন তিনি। পরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তিনি আসামির কাছ থেকে ২ হাজার ৪০ টাকা নেন। কিন্তু দাবি অনুযায়ী পাঁচ হাজার টাকা না দেওয়ায় আসামিকে গালিগালাজ করেন এসআই। তখন ওই আসামি একদিন পর বাকি ৩ হাজার টাকা দিতে চান। পরে তিনি পুলিশ ফোর্সের চা নাস্তা খাওয়ার জন্য আবার টাকা চান। 

আরেক অডিওতে শোনা যায়, আসামি আদালত থেকে জামিন নিয়ে এসে থানার ডিউটি অফিসারের কাছে কাগজ জমা দিয়েছেন। কিন্তু এসআই ওয়ারেশের কাছে কাগজ জমা না দেওয়ায় তিনি আসামিকে গালিগালাজ করেন। 

আরেকটি অডিওতে একই মামলার আরেক আসামি কাচার সঙ্গেও এসআই ওয়ারেশের কথোপকথন ফাঁস হয়েছে। এই অডিওতে এসআই ওয়ারেশ ফোন করে টাকা চান বলে শোনা যায়। জামিন নেওয়ার কারণে আসামি কাচা ঘুষ দিতে অস্বীকার করেন। এতে এসআই ওয়ারেশ তাকেও গালিগালাজ করেন।

জানা গেছে, গত ৩ নভেম্বর নগরীর আইডিবাগান পাড়ার সম্রাটকে মারধরের অভিযোগে চারজনের নামে মামলা হয়। এসআই ওয়ারেশ মামলাটি তদন্তের দায়িত্ব পান। তখনই তিনি আসামিদের সঙ্গে কথা বলে টাকা নেন। তাই তাদের গ্রেপ্তার করেননি। পরে ৭ নভেম্বর আসামিরা আদালত থেকে জামিন নেন।

মুঠোফোনে যোগাযোগ করা হলে এসআই ওয়ারেশ ফাঁস হওয়া অডিওটি তার নয় বলে দাবি করেন। এর পর পরে কথা বলবেন বলে তিনি ফোন কেটে দেন। 

রাজপাড়া থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান বলেন, “এই থানায় তিনি নতুন এসেছেন। কোথাও যেন তার নাম ভাঙানো না হয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক করেছেন। ফাঁস হওয়া অডিওর বিষয়টি পুলিশ কমিশনারের নজরে আসলে এসআই ওয়ারেশকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এর পর পরই তিনি থানা থেকে ছাড়পত্র নিয়ে চলে গেছেন।”
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি