ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

ঘূর্ণিঝড় “মোরা”র প্রভাবে শ্রীলংকায় ভারী বৃষ্টিপাত; বন্যা ও ভূমিধস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৪, ৩০ মে ২০১৭ | আপডেট: ১৬:৪৭, ৩১ মে ২০১৭

Ekushey Television Ltd.

ঘূর্ণিঝড় মোরার প্রভাবে নতুন করে ভারী বৃষ্টিপাত হচ্ছে শ্রীলংকায়। বন্যার পাশাপাশি ভূমিধসে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে উপকূলবর্তী বিভিন্ন জেলা। শ্রীলংকায় ভূমিধসে প্রাণ হারিয়েছে অন্তত ১৭৭ জন। পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা চেয়েছে সরকার। এদিকে ভারতের উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলোতে ঘূর্ণিঝড় মোরার প্রভাব পড়ার আশংকা রয়েছে। ভারতের বিহারে ঝড় ও বজ্রপাতে নিহত হয়েছে ২৪ জন। 
আকস্মিক বৃষ্টিতে প্রায় স্থবির হয়ে পড়েছে শ্রীলংকার গ্রামীন জনপদ। ঘূর্ণিঝড় মোরার প্রভাবে নতুন করে ভারী বৃষ্টিপাত হচ্ছে সেখানে। অতিবৃষ্টির কারণে বন্যার পাশাপাশি দেখা দিয়েছে ভূমিধস।

শ্রীলংকায় ভূমিধসে প্রাণ হারিয়েছে শতাধিক মানুষ। গৃহহীনের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিখোঁজ রয়েছে অন্তত ৫৮ জন। যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে উপকূলবর্তী বিভিন্ন জেলায়।
ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে কাজ করছে সেনাবাহিনী। তবে সব এলাকায় জরুরি ত্রাণ সরবরাহ পাঠাতে ব্যর্থ হচ্ছে কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা চেয়েছে সরকার।
এদিকে ভারতের উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলোতে ঘূর্ণিঝড় মোরার প্রভাব পড়তে পারে বলে পূর্বাভাস রয়েছে। আবহাওয়া বিভাগ বলছে বঙ্গোপসাগরে উৎপন্ন ঝড়ের প্রভাবে এসব রাজ্যে ভারী বৃষ্টি হতে পারে।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি