ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ঘোষনা করা হয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্পাদকমন্ডলীর ২২ সদস্যের নাম

প্রকাশিত : ১৯:০৩, ২৫ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৯:০৭, ২৫ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্পাদকমন্ডলীর ২২ সদস্যের নাম ঘোষনা করা হয়েছে। ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়ে নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন। নতুন সাংগঠনিক সম্পাদক হিসেবে জায়গা পেয়েছেন এনামুল হক শামীম ও  মহিবুল হাসান চৌধুরী। এই কমিটি আগামী দিনের দলের সকল চ্যালেঞ্জ মোকাবেলায় ভূমিকা রাখবে বলে জানান ওবায়দুল কাদের। আওয়ামীলীগের নতুন কার্যনির্বাহীর সদস্যদের সাথে নিয়ে সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন দলের নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কমিটির অন্যান্য নেতারা। ৮১ সদস্যের কার্যনির্বাহী সংসদের মধ্যে সভাপতি, সাধারন সম্পাদক সহ ২১ জনের নাম জাতীয় সম্মেলনেই ঘোষণা করা হয়। এদিকে, কাউন্সিলের ২ দিনের মাথায় ধানমন্ডির দলীয় কার্যালয়ে সম্পাদক মন্ডলীল আরও ২২ জনের নাম ঘোষণা করে দলের সাধারন সম্পাদক। সম্পাদকমন্ডলির ২২ সদস্য হলেন- অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক- টিপু মুন্সি আইন বিষয়ক সম্পাদক -আব্দুল মতিন খসরু তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক - আফজাল হোসেন ত্রান ও সমাজকল্যান সম্পাদক - সুজিত রায় নন্দি দপ্তর সম্পাদক - আবদুস সোবহান গোলাপ ধর্ম বিষয়ক সম্পাদক- শেখ আবদুল্লাহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক- হাছান মাহমুদ মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক - ফজিলাতুন্নেসা ইন্দিরা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক - মুণাল কান্তি দাস শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক - শামসুননহিরি চাঁপা শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক - আবদুছ ছাত্তার শ্রম ও জনশক্তি বিষয়ক বিষয়ক সম্পাদক - হাবিবুর রহমান সিরাজ সংস্কৃতি বিষয়ক সম্পাদক – অসীম কুমার উকিল স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক - রোকেয়া সুলতানা সাংগঠনিক সম্পাদক---- আহমেদ হোসেন বি এম মোজাম্মেল মিসবাহ উদ্দিন সিরাজ আ ফ ম বাহাউদ্দিন নাসিম আবু সাঈদ আল মাহমুদ খালিদ মাহমুদ চৌধুরী এনামুল হক শামীম এবং মহিবুল হাসান চৌধুরী ঘোষিত আশিংক কমিটিতে অর্থ ও পরিকল্পনা সম্পাদক পদে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামালের জায়গায় এসেছেন টিপু মুন্সি। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে অসীম কুমার উকিল এসেছেন আসাদুজ্জামান নূরের জায়গায়। শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক হয়েছেন শামসুন্নাহার চাঁপা আগের কমিটিতে এই পদে ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এছাড়া ত্রান ও সমাজ কল্যান এবং মুক্তিযুদ্ধ বিষয়ক পদেও পরিবর্তন এসেছে। ওবায়দুল কাদের বলেন, নবীন এবং প্রবীনের সম্বনয়ে গঠিত বর্তমান কমিটি নিয়েই সামনে এগিয়ে যাবে আওয়ামী লীগ। শুক্রবার সভাপতি মন্ডলির প্রথম সভায় দলের কার্যনির্বাহী সদস্যদের নাম চুড়ান্ত করা হবে বলে জানান আওয়ামী লীগের সাধারন সম্পাদক। এছাড়া ৫ সম্পাদক এবং ২জন উপসম্পাদকের পদও দু একদিনের মধ্যে ঘোষনা করা হবে বলে জানান আওয়ামী লীগের সাধারন সম্পাদক।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি