ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হতে যাচ্ছেন এম এ সালাম

প্রকাশিত : ১৭:৩৯, ৫ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৩৯, ৫ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

কোনো প্রার্থী না থাকায় চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হতে যাচ্ছেন উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক এম এ সালাম। অপর প্রার্থী বিএনএফ-এর নারায়ন রক্ষিত ইতোমধ্যে প্রার্থীতা প্রত্যাহার করেছেন। রিটার্নিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক সামশুল আরেফিন প্রার্থীতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১ডিসেম্বর। এদিকে যাচাই-বাছাইয়ের সময় নয়জন সাধারণ সদস্য এবং ৬জন সংরক্ষিত সদস্য প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি