ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চতর অধ্যয়ন শীর্ষক ওয়েবিনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৪, ২২ নভেম্বর ২০২২ | আপডেট: ১৮:১৩, ২২ নভেম্বর ২০২২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের “ব্যুরো অব বিজনেস রিসার্চ” (বিবিআর) এর আয়োজনে সম্প্রতি “বিদেশে উচ্চতর অধ্যয়ন: জাপান ও চীন প্রেক্ষিত” শীর্ষক এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন বিবিআর চেয়ারম্যান এবং বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ। 

জাপানের ডশিসা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. বিষ্ণু কুমার অধিকারী এবং চীনের উহান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মোস্তাক আহমেদ গালিব ওয়েবিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। বিবিআর পরিচালক প্রফেসর ড. এম এম সোহরাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ ওয়েবিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডীন অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী স্বাগত বক্তব্য রাখেন।   
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি