ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

চট্টগ্রাম মহানগরী এলাকায় বেড়েই চলেছে যানজট

প্রকাশিত : ১০:৩৯, ৮ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১০:৩৯, ৮ ডিসেম্বর ২০১৬

চট্টগ্রাম মহানগরী এলাকায় বেড়েই চলেছে যানজট। ক্রমাগত এই যানজট বৃদ্ধির জন্যে অপরিকল্পিতভাবে গড়ে উঠা বেসরকারী আইসিডিকে দায়ী করছেন স্থানীয় জনপ্রতিধিসহ বন্দর সংশ্লিষ্টরা। যানজট সমস্যা সমাধানে দ্রুত এসব আইসিডি সরিয়ে নেয়ারও তাগিদ দিয়েছেন তারা। ১৯৮৫ সালে চট্টগ্রাম বন্দর এলাকায় প্রথম গড়ে উঠে বেসরকারী ইনল্যান্ড কন্টেইনার ডিপো-আইসিডি। এর পর ধীরে ধীরে গড়ে উঠে আরো ১৮টি আইসিডি। এরমধ্যে ১০টি মহানগরীতে এবং অন্যগুলো সীতাকু-ে। এসব আইসিডিতে ২০১৫ সালে হ্যান্ডেলিং করা হয় প্রায় সোয়া ২লাখ কন্টেইনার। এসব কন্টেইনার পরিবহনে ব্যবহৃত হচ্ছে বিভিন্ন ভারী যানবাহন। ফলে বন্দর থেকে পণ্য খালাসে ধীর গতি হওয়ায় নগরী জুড়ে সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজট। এমন পরিস্থিতিতে বিভিন্ন এলাকায় গড়ে উঠা আইসিডিকে দায়ী করে নতুন চিন্তা-ভাবনার কথা বলছেন বন্দর সংশ্লিষ্টরা। এজন্য নৌ পরিবহন মন্ত্রণালয় এবং এনবিআরকে সমন্বিত উদ্যোগ নেয়ারও আহবান তাদের। এদিকে এসব আইসিডিকে শহর থেকে দূরে সরিয়ে নিতে নগরীতে পণ্য পরিবহনের ক্ষেত্রে বাড়তি মাসুল আরোপের কথা বলছেন বন্দর সংশ্লিষ্টরা। দেশের আমদানী-রফতানী বাণিজ্যের গতি বৃদ্ধি এবং চট্টগ্রাম মহানগরীর যানজট নিরসনে দ্রুত সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ- এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি